ভূমিকম্পের পর মন্ত্রী যাচ্ছিলেন দুর্গত এলাকায়, হেলিকপ্টার বিধ্বস্ত

মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ও ওয়াক্সাকার প্রদেশের গভর্নরকে বহনকারী একটি সেনা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা সফরে হেলিকপ্টারটি অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। এতে মাটিতে থাকা দুজন নিহত হয়েছেন। তবে বেঁচে গেছেন দুই মন্ত্রীসহ অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী আলফোনসো নাভারেতে প্রিদা টিভি নেটওয়ার্ক টেলিভিসিয়াকে জানান, তিনি ও আলেজান্দ্র মুরার মারাত্মক কিছু হয়নি। হেলিকপ্টারটি জরুরি ভিত্তিতে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে।

স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানান, হেলিকপ্টারটি অবতরণের সময় মাটিতে থাকা দুজন নিহত হয়েছেন।

এর আগে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানীর দালানগুলো কেঁপে উঠে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় শুক্রবার এই ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইউএস ভূতাত্তিক সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্প ওয়াকসাকা প্রদেশের পিনো পেনোটোপা দি ডন লুইস শহরে আঘাত হানে। ভূমিকম্পে ওই শহরের কিছু দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।