ভেজাল || এইচ. এম নুর আলম

ভেজাল
এইচ. এম নুর আলম


কি খাচ্ছি ভাই কি পড়ছি ভাই সবই তো দেখছি ভেজাল
পানীয় খাবার দামীও খাবার দরকারি সব পণ্য আজকাল।।

পরার- শোয়ার- মরার জিনিস দেখার যত’র হয় ব্যবহার-
খাবার জিনিস বাড়ছে ভেজাল ক্যানসার, নানা রোগ আর।
তেলে ভেজাল, নূনে ভেজাল, ভেজাল গোশত-লাচ্ছা ডাল-
গুঁড়ায় ভেজাল, সেমাইয়ে ভেজাল, ঘিয়ে ভেজাল সবই মাল।।

ওষুধে ভেজাল, টাকায় ভেজাল, পাউডারেও হায় দেখি ভেজাল
শত নামে পণ্য ভেজাল, যত নামে শরবত- ডাল, নেই আকাল।।
মানুষে ভেজাল, ফানুসে ভেজাল, খেলনাতে সীসা, ভেজাল মশলা
দায়িত্বে ভেজাল, পুরস্কারে ভেজাল, ক্ষমতায় ভেজাল, অবহেলা।।

পুরুষগুলো নারীর সাজে, পুরুষ ধাঁচে নারী সাজে ও আধা-নগ্ন পোশাক
কথায় কথায় মিথ্যা কথা, খাঁটি কথা বললে আছে ও ভাই জেলের হাঁক।।

অ্যান্টেবায়োটিক খাওয়াচ্ছে পশুকে, তাজা হচ্ছে তরকারি দিয়ে সার
ইট আর রং মরিচগুঁড়ায়, খাওয়ার চালেতে পাথর কালো-সাদার।।
হোটেলে খাওয়াচ্ছে মরা মুরগী, পঁচা মাছ, দুধে ভেজাল ভাই-
ফরমালিনে ভরা ফল, পাকাচ্ছে ফল, খাবারে কেন রংয়ের ছাই।।

কোথায় ভেজাল নাইরে ভাই বাটখারির ঐ ওজনেও?-
ভেজালমুক্ত কোথায় পাবো? নিরাপদ কি ভোজনেও?

ব্যবসায়ে ভাই লাভের ধান্দায় সিন্ডিকেটের চাঙ্গা হাট
পুকুর চুরি করে যারা, ছ্যাচরা চোর পায় ডান্ডা বাট।।
ভুয়া সার্টিফিকেটের ছড়াছড়ি ভেতরে-বাইরে, দুর্নীতি-
ভোজনপ্রীতি-ঠকের নীতি পুরস্কারে বইছে স্বজনপ্রীতি।।

গাছের ডালে আছেন যারা সিন্ডিকেটের হাতটি ধরে-
তারাইতো ভাই আসল মালিক সিন্ডিকেটের পাতটি নেড়ে।।

নীতি ও ভাই নৈতিকতার যখন যেথায় নাই বালাই-
পড়লে ধরা সৎটা সাজেন দেখান জনের মহৎ চাঁই।।