ভৈরবে পাঁচজনকে কুপিয়ে জখম

ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় মসজিদে ঢুকে পাঁচ মুসল্লিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টায় উপজেলার কালিকাপ্রসাদ গ্রামের আদর্শপাড়া এলাকার খেয়াঘাট জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই এলাকার মনু উদ্দিনের ছেলে নীল মিয়া ও ইসমাঈল মিয়া, একই এলাকার আল বাহার মিয়ার ছেলে সফিক, সাঈদ মিয়ার ছেলে লিয়াকত মিয়া ও আব্দুল হেলিম মিয়ার ছেলে মুসলিম মিয়া। এ ঘটনায় গুরুতর আহত নীল মিয়াকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে কালিকাপ্রসাদ আদর্শপাড়া খেয়াঘাট জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় ৪-৫ জন হঠাৎ দেশি অস্ত্র দিয়ে ৫ জনকে কুপিয়ে আহত করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।

প্রতক্ষ্যদর্শী মুসুল্লি মহরম আলী জানান, নামাজ শুরু হলে হঠাৎ আদর্শপাড়ার একরাম হোসেনের বাড়ির শিকদার, জসিম, আজগর, আঙ্কেল আলীসহ কয়েকজন রামদা দিয়ে পেছন থেকে প্রথমে নীল মিয়াকে কোপ দেয়। তারপর ইসমাঈল, সফিক, লিয়াকত, মুসলিমকে কুপিয়ে আহত করে। এ সময় তাদের চিৎকারে মসজিদের সকল মুসুল্লি নামাজ ছেড়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.ফেরদৌস হায়দার জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। গুরুতর আহত নীল মিয়াকে প্রাথমিক সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।