ভোটারের উপস্থিতি কম দেখা গেছে : ডিএমপি কমিশনার

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বৃহস্পতিবার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ নিরাপত্তায় অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। তবে আমরা দেখেছি যে, এই নির্বাচনে ভোটারের উপস্থিতি কম ছিল।

বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। এছাড়া ঢাকার দুই সিটির ১৮টি করে মোট ৩৬টি নতুন ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোট হয়।

সকালে ভোট শুরুর পর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। ফলে নির্বাচনী কর্মকর্তা, পোলিং এজেন্ট আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোটামুটি অলস সময় কাটাতে দেখা যায়।