ভোট দিতে যেতে মসজিদের মাইক থেকে আহ্বান, মুসল্লিদের ক্ষোভ

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে মসজিদের মাইকে ভোটারদের প্রতি আহ্বান করা হয়েছে। অবশ্য এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসল্লিরা।

রোববার মেঘনা উপজেলার রাধানগর এলাকার মসজিদের মাইকে সকাল সাড়ে ৯টার দিকে ভোটারদের প্রতি এ আহ্বান জানানো হয়।

এসময় বলা হয়, মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আপনারা সবাই কেন্দ্রে ভোট দিতে যান।

তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মসজিদের মুসল্লিরা। তারা বলেন, নির্বাচনের কাজে মসজিদের মাইক ব্যবহার করা উচিত হয়নি।

এদিকে মাইকে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বলা হলেও সকাল ১০টার দিকে দেখা যায়, ভোটার উপস্থিতি তেমন নেই। কেন্দ্রের ভোটারের খালি সারিতে দু-একজন করে আনসার সদস্য দাঁড়িয়ে আছেন।

এর আগে সকালে এ কেন্দ্রের সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম জানান, এ কেন্দ্র নৌকার সমর্থকরা আনারস প্রতীকের ভোটারদের ভোট দিতে বাধা প্রদান করছে।

প্রিজাইডিং অফিসার তানভীর আহমেদ জানান, কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। তবে ভোটার উপস্থিতি কম। এ কেন্দ্র ৩ হাজার ৫২৩ জন ভোটার। সকাল ১০টা পর্যন্ত তিনশ’ থেকে কিছু কম ভোট পড়েছে।