ভোলায় আ’লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ৫০

শাহাবুদ্দীন শিহাব, ভোলা থেকে : ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন লঞ্চঘাট এবং এর আশেপাশে আওয়ামীলীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ভোলা ২ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক সাংসদ বিএনপি নেতা হাফিজ ইব্রাহীম আজ সকাল ৮ টায় ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় পৌঁছালে হাকিমুদ্দিন ঘাটে দুর্বৃত্তরা লঞ্চে ইটপাটকেল নিক্ষেপ করে এবং ঘাটে লঞ্চ ভিড়তে বাধা প্রদান করে। এতে হাফিজ ইব্রাহীমকে ঘাটে রিসিভ করতে আসা বিএনপি নেতাকর্মীদের সাথে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। পেছন থেকে দুর্বৃত্তরা বিএনপি কর্মীদের উপর হামলা করলে দফায় দফায় বিএনপি আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপি নেতাকর্মীদের ৮-১০ মটর সাইকেল পুরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে পুলিশের একটি দল হাফিজ ইব্রাহীমকে লঞ্চ থেকে উদ্ধার করে বাসায় পৌছে দেয় এবং তার কর্মীদেরকে যেতে বাধা দেয়।

স্থানীয় সুত্রে জানা যায় হাফিজ ইব্রাহীমকে রিসিভ করতে আসা নেতাকর্মীদের আওয়ামীলীগ কর্মীরা বাধা দেয় বিএনপি কর্মীরা স্থান ত্যাগ করতে না চাইলে তাদের উপর হামলা করা হয়।