১০ রাউন্ড ফাঁকা গুলি

মদনে দু’গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আরমান জাহান চৌধুরী, (মদন) নেত্রকোণা থেকে : নেত্রকোণার মদন উপজেলার মদন দক্ষিনপাড়া গ্রামে মঙ্গলবার সকালে পূর্বশত্রুতার জের ধরে দু’গ্রুপের ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে সাদ্দাম, ছদ্দু মিয়া, উসমান, রুস্তম আলী, সাইদুর রহমান, এমদাদ মিয়া, নান্টু মিয়া, আমিন, মঞ্জু মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকী আহতরা মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা রহিছ মিয়ার গ্রæপের সাথে একই গ্রামের আওয়ামীলীগ নেতা তাজুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে কোর্ট ও থানায় কয়েকটি মামলা হয়েছে। সোমবার রাতে তাজুল ইসলামের গ্রæপের লোকজন রহিছ মিয়া গ্রæপের লোকজনের নামে মদন থানায় একটি ইভটিজিং এর অভিযোগ দায়ের করে। এরই জের ধরে মঙ্গলবার সকালে দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠের পাশে দুই গ্রæপের মধ্যে ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় থমথমে ভাব বিরাজ করছে এবং অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে মদন থানার এস আই মমতাজ উদ্দিন জানান, গতকাল মুক্তিযোদ্ধা তাজুলের চাচাত ভাই তবুজ মিয়া, রহিছ মিয়ার গ্রæপের আকু মিয়ার ছেলে আরাফাতের নামে ইভটিজিংয়ের একটি অভিযোগ দায়ের করেন। তাছাড়া ঐ দু’গ্রæপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পূর্ব শত্রæতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আমাদের ধারনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে। বর্তমানে এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে। খবর লিখা সময় পর্যন্ত কোন পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।