মশা মারতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এটা হাস্যকর : মান্না

ডেঙ্গু পরিস্থিতি মহামারী আকার ধারণ করেছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ পরিস্থিতিতেও মশা মারতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে, এটি খুবই হাস্যকর।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিরাজিত নৈরাজ্যিক পরিস্থিতি শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় মান্না বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ওষুধ কিনতে যদি প্রধানমন্ত্রীর নির্দেশের প্রয়োজন হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের পদে থাকার নৈতিক অধিকার নেই।

তিনি আরো বলেন, দেশকে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতির মধ্যে ফেলে স্বাস্থ্যমন্ত্রীর পারিবারিক সফরে দেশের বাইরে যাওয়া দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না। ডেঙ্গুর ভয়াবহ বিস্তারের কারণে দেশ আজ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। এটা এরই মধ্যে মহামারির পর্যায়ে পৌছেছে।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, মশা মারার ওষুধ আমদানি না করতে পারলেও এ নিয়ে নাটক থেমে নেই। বর্তমান ওষুধ কার্যকর না হলেও পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য একই ওষুধ কেনা হয়েছে। কার্যকর নতুন ওষুধ কেনার জন্য বরাবরের মতো প্রধানমন্ত্রীর নির্দেশ দিতে হয়েছে। মহামারির মধ্যেও প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার অপক্ষায় থাকতে হলে মন্ত্রী-মেয়রের কাজ কী।