মসজিদে হামলায় নিহত নিউজিল্যান্ড জাতীয় দলের খেলোয়াড়

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুকধারীর হামলায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি আতা এলায়েনের। ৩৩ বছর বয়সী এলায়েন ছিলেন নিউজিল্যান্ডের জাতীয় ফুটসাল (ইনডোর ফুটবল) দলের সদস্য।

কুয়েতি বংশোদ্ভূত এলায়েন ছিলেন একজন গোলরক্ষক। সম্প্রতি তিনি সন্তানের বাবা হয়েছেন। আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়ে তোলার আগেই চলে গেলেন না ফেরার দেশে।

এলায়েন ছিলেন নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কারিগরি শিল্পের জনপ্রিয় একজন সদস্য ছিলেন। এছাড়াও এলডব্লিউএ সফিউশন নাকে একটি কোম্পানির পরিচালক ছিলেন।

শুক্রবার হ্যাগলি পার্কে মসজিদ আল নূরে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি করে সন্ত্রাসীরা। এতে নিহত হন প্রায় অর্ধশতাধিক। সেই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলে বাংলাদেশ ক্রিকেটাররা। কয়েক মিনিট আগে তারা সেখানে পৌঁছলে বড় কিছু ঘটতে পারত।