মহান স্থপতি | আলাউদ্দিন আদর

মহান স্থপতি
আলাউদ্দিন আদর


জগৎস্রষ্টা সুনিপুণ স্থাপত্য কলায় গড়েছে পৃথিবী
অতঃপর,মানুষ।তারপর-
মানুষের মগজে দিয়েছে কিছু স্থাপত্যবিদ্যা জ্ঞান;
যা গহীন বনেও মানুষকে দিয়েছিল স্থপতির সম্মান!

সেই মহাপ্লাবনে স্বীয় কাওম নিয়ে জলে ভেসে বেড়াতে;
নূহ নবী বানিয়েছিল পৃথিবীর প্রথম নৌকা
পাখির মত আকাশে উড়ার স্বপ্নপূরণে-
উইলবার রাইট বানিয়েছে উড়োজাহাজ
প্রেমিক সম্রাট শাহাজানের ইচ্ছাপূরণে-
ওস্তাদ মুহাম্মদ আফেনদি বানিয়েছে আগ্রার তাজমহল।

বাবুই পাখির মত মেধা ও কঠোরশ্রমে-
পৃথিবীতে কত শত দৃষ্টিনন্দন স্থাপনা বানিয়েছ কত স্থপতি
কিন্তু
‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’
‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো
তবু এদেশেকে মুক্ত করে ছাড়বো,ইনশাল্লাহ’
এমন হুংকার,এমন সাহসী উচ্চরণে-
একটি পতাকা,একটি মানচিত্র,একটি দেশ;
কোটি কোটি জনতাকে এনে দিয়েছিলেন মহান এক স্থপতি!

হ্যাঁ,
কোটি শোকাহত হৃদয়ে যে নাম,চিরশ্রদ্ধায় বহমান
তিনি সে মহান স্থপতি-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।।