মাগুরায় দিনব্যাপী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ক্যাম্পে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান

মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোমবার দিনব্যাপী শহরের কলেজ পাড়া আরডিসি প্রশিক্ষণ সেন্টারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ক্যাম্পে অর্ধ শতাধিক গরীব-অসহায় রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসি মাগুরা এ ক্যাম্পের আয়োজন করে। অনুষ্ঠানে আরডিসি’র নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক নিরঞ্জন বন্ধু দাম। রিসোর্স পারসোন ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: দারুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি রোকেয়া বেগম। দিনব্যাপী এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সুব্রত কুমার বিশ্বাস। এ ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে খাবার স্যালাইন ও ঔষধ বিতরণ করা হয়।