মাগুরায় প্রেমের অভিনয়ের ফাঁদে পড়ে ধরা খেলেন এক নারী পাচারকারী

মাগুরা প্রতিনিধি : প্রেমের সম্পর্ক স্থাপন করে নারী পাচার করেন। অবশেষে নারীর প্রেমের অভিনয়ের ফাঁদে পড়ে ধরা খেলেন এক নারী পাচার কারী। চট্রগ্রামের সিতাকুন্ডু এলাকার বেলায়েত হোসেনের পুত্র রাশেদ কবিরাজ (২৭)দীর্ঘ দিন যাবত বিভিন্ন নরীর সাথে প্রেমের অভিনয় করে তাদেরকে পাচার করেদেন। মাগুরা শহরের ঢাকারোড এলাকা থেকে সোমবার দুপুরে রাশেদ কবিরাজ (২৭) নামে এক নারী পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৪ মার্চ মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের আতর আলী নামে এক ব্যাক্তির স্ত্রীর সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক স্থাপন করে প্রতারক রাসেদ কবিরাজ। তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে পাচার করে দেয় বিদেশে । এ ঘটনায় আতর আলী ওই প্রতারক রাসেদ কবিরাজের মোবাইল ফোন নাম্বার উল্লেখ করে মাগুরা সদর থানায় একটি জিডি করেন। পরে পুলিশ এক নারীকে দিয়ে ওই প্রতারকের সাথে প্রেমর অভিনয় করিয়ে ও বিয়ের কথা বলে মাগুরায় নিয়ে আসে। অতপর সোমবার দুরের ওই নারীর সাথে দেখা করতে এলে মাগুরা সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয় রাসেদ কবিরাজ নামে ওই প্রতারক। এঘটনায় মাগুরা সদর থানায় প্রতারক রাসেদ কবারাজ এর বিরুদ্ধে সংশ্লিষ্ঠ ধারায় মামলা হয়েছে।