মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি অবৈধ ক্লিনিক সিলগালা ও জরিমানা

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে শহরের দুটি অবৈধ ক্লিনিক সিলগালা ও জারিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:জাকারিয়া জানান, দুপুর ১টার দিকে শহরের ভায়নার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স বিহীন শারমিন ক্লিনিকে রোগী ভর্তি, সিজারিয়ান অপারেশন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন ও ভ‚ক্তভোগীদের সাথে কথা বলে শারমিন ক্লিনিক এর মালিক শারমিন আক্তারকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়। এ সময় তিনি জারিমানার টাকা পরিশোধ করে লাইসেন্সের প্রক্রিয়া সম্পন্ন করার অঙ্গীকার করেন। বেলা ১২টার দিকে সদর হাসপাতাল এলাকায় হ্যাপি ক্লিনিক নামে একটি অবৈধ ক্লিনিকে অভিযান চালিয়ে ম্যানেজারকে ২ হাজার টাকা জরিমানা ও ক্লিনিকটি বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত। জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারি পরিচালক মো: মামুনুল হাসান ও সিভিল সার্জন এর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.সুব্রত কুমার বিশ্বাস অভিযানে অংশ নেন।