মাগুরায় মসলা জাতীয় ফসলের হস্তান্তর যোগ্য প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি : মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্র মিলনায়তনে গতকাল শুক্রবার মসলা জাতীয় ফসলের হস্তান্তর যোগ্য প্রযুক্তির উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদার প্রকল্পের অর্থায়নে মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল সইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (গবেষণা) সনৎ কুমার সাহা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের ভাগ্য উন্নয়নে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কৃষকরা যাতে ফসলের সঠিক মূল্য পায় তার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মসলা জাতীয় ফসলের সংরক্ষণ পদ্ধতি কৃষদের কাছে পৌছে দিতে পারলে কৃষকরা আরো বেশি লাভবান হবে।

প্রশিক্ষণে মসলা জাতীয় ফসলের গবেষণা জোরদার প্রকল্পের প্রকল্প পরিচালক ড. শৈলেন্দ্র নাথ মজুমদার জানান, মসলা জাতীয় ফসলের জাত উদ্ভাবন গবেষণা, বীজ ও ফসল উৎপাদনের কলাকৌশল প্রযুক্তির বিষয়গুলি কৃষক পর্যায়ে ছড়িয়ে দিতে দেশের ১৯৪টি উপজেলায় এই প্রকল্পের অধিনে কৃষি কর্মকর্তা ও কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালতি হচ্ছে। এর ফলে মসলা জাতীয় ফসলের উৎপাদন বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিচালক (সেবা,সরবরাহ,পরিবল্পনা ও মূল্যায়ন উইং) শোয়েব হাসান, মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পার্থ প্রতিম সাহা, মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল আলম, বিনা মাগুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা সম্পা রানী ঘোষ, কৃষক সাধন কুমার মিত্র, মর্জিনা বেগম, জিল্লুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন কৃষক অংশ নেন।