মাছি যখন বিশ্ব রেকর্ডের পথে কাঁটা

বিশ্ব রেকর্ডের পথে কাঁটা হল একটি মাছি!

সম্প্রতি জার্মানিতে ডমিনো ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এক ধাক্কায় কতগুলো ক্ষুদ্র ডমিনো ফেলা সম্ভব, তা প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন ২০ জন। প্রায় দুই সপ্তাহ ধরে তৈরি হয়েছিল দেয়াল।

ডমিনো ছোটছোট আয়তাকার টালি, যার গায়ে লুডোর ছক্কার মতোই ছয় পর্যন্ত ফোঁটা ফোঁটা দাগ খোদাই করা থাকে। ডমিনো ইভেন্ট সেই টালি পর পর সাজানোর খেলা।

ঠিক মতোই এগোচ্ছিলেন অংশগ্রহণকারীরা। ভেঙেও ফেলেছিলেন তিনটি রেকর্ড। কিন্তু ছন্দপতন হল চূড়ান্ত রেকর্ডটি ভাঙার সময়। একেবারে শেষ মুহূর্তে তাল কেটে যায় একটি মাছির জন্য। একটুর জন্য ফসকে যায় গিনেস বুক রেকর্ড তোলার সুযোগও।-খবর আনন্দবাজারপত্রিকা অনলাইনের।

হঠাৎই একটি মাছি ছোট্ট ডমিনোর ওপর গিয়ে বসে। তখনই বাকিগুলো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ব্যাস, স্বপ্ন ভঙ্গ।

তার ফলেই এখনও পর্যন্ত মাত্র ১৫ মিনিটের মধ্যে ৫৯৬,২২৯টি ডমিনো ফেলার রেকর্ডই অক্ষুন্ন রয়ে গেল।

কারণ ২০ জন মিলে প্রায় দুই সপ্তাহ ধরে তৈরি করা দেয়ালে ৫৩৭,৯৩৮টি ডমিনো ফেলতে পারলেন। রেকর্ড হাত ছাড়া হওয়ার পর প্রতিনিধি দলের একজন জানান, সাধারণ ডমিনো থেকে এগুলি ছিল প্রায় ১০০ গুণ হালকা।