মাছ উৎপাদনে বিশ্বে ৪ নম্বর স্থানে বাংলাদেশ

বিশ্ব খাদ্য সংস্থার তথ্যমতে সারাবিশ্বে মাছ উৎপাদনে বিভিন্ন দেশের মধ্যে ৪ নম্বর স্থানে রয়েছে বাংলাদেশ। দেশের চাহিদা পূরণ করে প্রায় ৭৫ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকছে প্রতিবছর।

কক্সবাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা মৎস্য কর্মকর্তা এস এম খালেকুজ্জামান।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রতি বছর ৪২.৭৭ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। সেখানে দেশে মাছের চাহিদা রয়েছে প্রায় ৪২.০২ মেট্রিক টন। এতে করে প্রতি বছর ৭৫ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মাছ উৎপাদনে এক নম্বর স্থান দখল করতে চায়। সেই লক্ষ্যে বর্তমান সরকার নানা প্রকল্প গ্রহণ করছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার দুপুরে কক্সবাজার শহরের মৎস্য ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এডিবি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, মুশফিকুর রহমান প্রমুখ।