মাঠ থেকে হাসপাতালে আগুয়েরো

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক টুইট বার্তায় জানায়, ‘ বিরতির সময় আগুয়েরো ড্রেসিংরুমে অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়।’

পরে এএফএ আরও জানায়, ‘পরীক্ষা শেষে আগুয়েরোকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন সে পুরোপুরি সুস্থ আছে। সতীর্থদের সঙ্গে হোটেলে যোগ দিয়েছেন।’

তবে আগুয়েরোর ক্লাব ম্যানচেস্টার সিটি অবশ্য বলছে, ‘আগুয়েরো অজ্ঞান হননি। প্রিমিয়ার লিগের ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘আগুয়েরো কখনোই অজ্ঞান হননি, তার স্বাস্থ্য পরীক্ষার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে র আগে ক্লাবের ডাক্তাররা তাকে আবারো পরীক্ষা করবেন।’

এদিকে এ ম্যাচের ৩৬ মিনিটে দলের হয়ে এক গোল করেন আগুয়েরো। এ গোলে হার্নান ক্রেসপোকে ছাড়িয়ে ৩৬ গোল নিয়ে আর্জেন্টিনার হয়ে এককভাবে তৃতীয় স্থানে বসেন ম্যানচেস্টার সিটির এই তারকা।