মাদারীপুরে শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে মেধাবী গরিব ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাড়ায় শিক্ষাই অনির্বান শিখা’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিটের সময়ে মাদারীপুর সদরের দুধখালীর চাতাল চত্তরের হাউসদী বাজারে শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ করা হবে মেধাবী গরিব ছাত্র-ছাত্রী, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মধ্য।

শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ করবেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক এ্যাড. ওবাইদুর রহমান খান (কালু), বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাখওয়াত হোসেন সেলিম, মাদারীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খান, দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান (হিরু), শিক্ষাই অনির্বান শিখার সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া আকন, শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মৃধা প্রমুখ।

শিক্ষা উপকরণ ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন শিক্ষাই অনির্বান শিখার সভাপতি মিজানুর রহমান ফরাজী।