মাদারীপুরে কেমিস্টস্ সম্মেলন অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আজ শনিবার বেলা ১১টার সময়ে মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে আয়োজিত জেলা শাখার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেমিস্টস্ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মো: ছাদেকুর রহমান।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, সিভিল সার্জন ডা: মো: ফরিদ হোসেন মিঞা, মাদারীপুরের ভারপ্রাপ্ত ঔষধ তত্ত¡াবধায়ক বীথি রানী মন্ডল, মাদারীপুরের বিএমএ এর সাভাপতি ডা: আব্দুল বারি, ফরাজী হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান ডা: আনোয়ার ফরাজী ইমন, বিসিডিএস এর সাবেক সভাপতি মো: মাহাতাবুর রহমান তালুকদার প্রমুখ।

সম্মেলনের পৃষ্ঠপোষকতায় ছিলেন জেলা শাখার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির প্রধান উপদেষ্টা এ্যাড. মো: ওবাইদুর রহমান খান। জেলা শাখার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি তাপস কুমার দাসের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন জেলা শাখার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সম্পাদক সাকিব হাসানসহ অন্যান্য অথিতিরা।

মাদারীপুর সদর. শিবচর, কালকিনি ও রাজৈর উপজেলার থানার সকল বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সদস্যরা এ কেমিস্টস্ সম্মেলনে অংশগ্রহন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।