মাদারীপুরে চেয়ারম্যান প্রার্থী দুই গ্রুপের সমর্থদের মধ্যে সংঘর্ষ, আহত ১৪

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও বিদ্রেহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে রোববার রাত ৮টার সময়ে পুরান বাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের এলাকায়। এ ঘটনায় প্রায় ১৪ জন আহত হয়েছেন।

ঘটনার সূত্র থেকে জানা যায়, পুরান বাজার জেলা শাখা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাজল কৃষ্ণ দে এর নির্বাচনী সভা চলছিল এ সময়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ওবাইদুর রহমান খানের একটি মিছিল পাশ দিয়ে যাচ্ছিল। এক পর্যায় দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সংঘর্ষের সময়ে বাপ্পি কুন্ডু নামের এক পথচারী গুরুতর আহত হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাদারীপুর সদর থানার পুলিশের কর্মকর্তা জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।