মাদারীপুরে পিয়াজের দাম কমেছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে পুরান বাজারের সবজির বাজার খুরে দেখা যায় পিয়াজের দাম সাধারন ক্রেতার হাতের নাগালের মধ্যে রয়েছে। ১০ থেকে ১৫ দিন আগে পিয়াজের দাম সাধারন ক্রেতাদের হাতের নাগালের বাইরেই ছিল বলা চলে। এখন প্রতি কেজিতে পিয়াজের দাম ১০ থেকে ১৫ টাকা করে কমেছে। এর কারন হিসেবে দেখা যায় নতুন পিয়াজ উঠার কারনে এখন এ দাম কমেছে।

মাদারীপুরের পুরান বাজারের সবজির কাচা, পাকার আড়ৎ মালিক জুয়েল বলেন, এখন নতুন পিয়াজ বাজারে উঠতে শুরু করেছে, তা পিয়াজের দাম অনেকটায় কমে আসছে।

আগে দেশী পিয়াজ কেজি প্রতি ৯০ টাকা দারে বিক্রি হতে, এখন তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫ থেকে ৮০ দরে, ভারতের পিয়াজ এখনও অবশ্য আগের দামে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে সবজির দাম এখন অনেকটায় কমে আসছে, তবে মরিচের দাম অনেকটায় বেশী। মরিচ প্রতি কেজি ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা কয়েক দিন আগে মরিচ বিক্রি হত প্রতি কেজি ১০০ টাকা থেকে ১২০ টাকা দরে।