মাদারীপুরে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত

মাদারীপুর প্রতিনিধি : ১৯৭১ সালে চূরান্ত বিজয়ের সময়ে হানাদারবাহীনীর হাতে বুদ্ধিজীবীরা নির্মমভাবে শাহাদত বরণ করেন, তাই এই (১৪ ডিসেম্বর) দিনটিকে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস হিসেবে আমাদের দেশে পালিত হয়ে আসছে। এর এই ধারাবাহিকতায় মাদারীপুরে আজ বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসটি পালিত হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলেক্ষ মাদারীপুর জেলা শাখার আওয়ামী লীগ বিভিন্ন কর্মসুচি গ্রহন করে সে গুলি হল আজ সন্ধ্যায় মাদারীপুরের পুরান বাজাররের আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহন করেন মাদারীপুর জেলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ সকল নেতা-কর্মী ও সমর্থকরা।