মাদারীপুরে সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণে দাবীতে অবস্থন কর্মসূচি

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আজ রবিবার দুপুর দুইটার সময়ে কমিউনিটি ক্লিনিতে কর্মরত সিএইচসিপিদের দ্বিতীয় দিনের মতো সদর উপজেলা পরিষদের স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে। জেলা শাখার কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের আয়োজনে সিএইচসিপিদের চাকুরী জাতীয়করণে দাবীতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

জেলা শাখার কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশনের নেত্রী আছিয়া সুলতানা জানান, আমাদের সামগ্রিক কর্মকান্ডের সফলতা এবং ডিজিটাল স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে সিএইচসিপিদের অগ্রণী ভূমিকা বজায় থাকায় প্রকল্প থেকে স্বোচ্ছায় ২০১৩ সালে আমাদের চাকুরী রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল, কিন্তু এ উদ্যোগ বাস্তাবায়ন না হওয়া হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করি, আদালত থেকে সিএইচসিপিদের চাকুরী রাজস্বকরণে জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়।

আমাদের চাকুরী এখন পর্যন্ত জাতীয়করণ না হওয়া আমরা বর্তমানে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে এ দাবী আদায় চেস্টা করে যাচ্ছি। এখনও যদি দাবী আদায় না হয় তাহলে আমরা আমরণ অনশনে যাবো।