মাশরাফি সুস্থ, বাসায় আছেন

শনিবার সকালে হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মু্র্তজা। কফের সঙ্গে রক্ত বের হওয়ায় উদ্বিগ্ন হন মাশরাফি। দ্রুত চলে যান অ্যাপোলো হাসপাতালে। সেখানে রক্তের পরীক্ষা এবং ফুসফুসের একটি পরীক্ষা করা হয়। ঘন্টা দুয়েক হাসপাতালে ছিলেন মাশরাফি। রিপোর্ট পেয়ে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরে যান মাশরাফি।

রিপোর্টে খারাপ কিছু পাননি ডাক্তাররা। এজন্য হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেননি মাশরাফি। তবে ফিরতি বার্তায় জানালেন,‘বাসায় সুস্থ আছি।’ বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীরও জানালেন, মাশরাফির অসুস্থতা গুরুতর নয়। ঠান্ডা আছে।’

জানা গেছে, মাশরাফি দুদিন বিশ্রামে থাকবেন। এইচপি ক্যাম্প শুরুর দিনে মাঠে ফিরতে পারবেন ওয়ানডের দলপতি। জাতীয় দল চট্টগ্রামে অনুশীলনে ব্যস্ত। টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রাখায় চট্টগ্রামের ক্যাম্পে যাননি।