‘মাহমুদুর রহমানের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়’

মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, এই হামলাকে আমরা মোটেও সমর্থন করি না।

সোমবার তাজউদ্দিন আহমেদের ৯৩তম জন্মবার্ষিকীর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাছান বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়। এটা দুষ্কৃতকারীরা করেছে, কিন্তু ছাত্রলীগের উপর দোষ চাপানো হচ্ছে। এটা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি ষড়যন্ত্রের চেষ্টা করছে। কিন্তু বিএনপির সব ষড়যন্ত্র রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের আয়োজন করা হবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মুকুল বোস, প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানাসহ আরো অনেকে।