মিঠাপুকুরে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে বখাটের জরিমানা

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা : মিঠাপুকুরে বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মামুন অর-রশীদের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদাল স্বাধীন মিয়া নামে এক বখাটের ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, চেংমারী ইউনিয়নের গিলাঝুঁকি গ্রামের শামছুল হকের কন্যা শাপলা বেগম ফকিরহাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার সকালে শুকুরেরহাটে কোচিং শেষে বিদ্যালয়ে যাওয়ার পথে হাড়ড়পাড়া ইটভাটার কাছে স্বাধীন মিয়া (১৮) নামে এক বখাটে ওই ছাত্রীকে উত্যক্ত করছিল। এতে বাধা দেওয়ায় গাছের ডাল ভেঙ্গে ছাত্রীটিকে বেধড়ক মারপিট করে স্বাধীন।

পুলিশ ঘটনাস্থল থেকে স্বাধীনকে আটক করে। পরে, উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার মামুন অর-রশীদের ভ্রাম্যমাণ আদালত ১৮৬০ সালের দন্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক ওই বখাটের ১৫ হাজার টাকা জরিমানা করেন। স্বাধীন মিয়া উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের রাজা মিয়ার পুত্র। সে তালিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।