মিরপুরে ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ

রাজধানীর মিরপুর এলাকায় আজ (সোমবার) ১০ ঘণ্টা গ্যাস থাকবে না। মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেল প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাসের শাট ডাউনের ফলে মিরপুরের আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোমবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মিরপুর-১, ২, ৬, ৭ নম্বর এবং মিরপুর ১০, ১১ ও ১২ নম্বর এলাকায় রাস্তার পূর্ব ও পশ্চিম পাশ, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি ও মিরপুর ক্যান্টনমেন্টে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জানা গেছে, এই নিয়ে মেট্রোরেল প্রকল্প নির্মাণ কাজের জন্য সাত দফায় ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করা হচ্ছে।