মিশরে মসজিদে হামলা; পাল্টা অভিযানে বহু জঙ্গি নিহত

মিশরের উত্তর সিনাই প্রদেশের আল রাওদাহ মসজিদে জঙ্গি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা হামলা চালিয়েছে সে দেশের সেনাবাহিনী।

এ ব্যাপারে সেনা মুখপাত্র তামের এল-রেফাই শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, উত্তর সিনাইয়ে জঙ্গিদের ডেরায় হামলা চালিয়েছে সেনাবাহিনী।

হামলায় বহু জঙ্গি নিহত হয়েছে বলেও দাবি করেন তামের। তবে কত জন জঙ্গির মৃত্যু হয়েছে সে বিষয়ে স্পষ্ট জানাননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জঙ্গি নিধনে রাতের অন্ধকারেই অভিযানে নামে মিশরীয় সেনাবাহিনী। স্থলপথে এবং আকাশপথে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। পাশাপাশি ড্রোন হামলাও চালানো হয় বলে সেনা সূত্রে জানা গেছে।

এর আগে, শুক্রবার স্থানীয় সময় দুপুরে মুসল্লিরা জুমার নামাজ আদায়ে এলে সন্ত্রাসীরা আত্মঘাতী হামলা ও অর্তকিত গুলি চালায়। দেশটিতে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো হামলাটি এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। ৪টি গাড়ি থেকে হামলাকারীরা নামাজ আদায়কারীদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৩৫ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া আরো ১২৫ জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। যদিও এই হামলার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন নেয়নি।