মিষ্টির মধ্যে তেলাপোকা, রাজধানীর ২ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করায় দুটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে অভিযানে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে দেড় লাখ ও ধোলাইপাড় এলাকায় আদি বনফুলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো নোংরা পরিবেশে মিষ্টিসহ নানা খাবার তৈরি করছে। তেলাপোকা পড়ে থাকতে দেখা গেছে মিষ্টিতে। কয়েকদিনের পুরোনো মিষ্টির শিরও পাওয়া গেছে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত জানায়, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে তেলাপোকা মারতে বিষ দেয়া হয়েছিলো। সেই বিষ খেয়ে তেলাপোকা মিষ্টির মধ্যেই পড়েছে।