মুক্তামণির হাতে চতুর্থ অস্ত্রোপচারও সফল

রক্তনালি টিউমারে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণির (১২) চতুর্থ অস্ত্রোপচার শেষ হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ছয় বিশেষজ্ঞ চিকিৎসক এ অস্ত্রোপচারে অংশ নেন।

মুক্তামণি হাতের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। পা থেকে চামড়া নিয়ে তার হাতে লাগানো হবে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন।

তিনি বলেন, শিশুটির হাতের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে। তবে আরও তিন থেকে চারটি অস্ত্রোপচার লাগতে পারে।

এ আগে ৫ সেপ্টেম্বর মুক্তামণির হাতে তৃতীয় অস্ত্রোপচার হয়। আর প্রথম ও দ্বিতীয় অস্ত্রোপচার হয়েছিল ১২ আগস্ট ও ২৯ আগস্ট।

সাতক্ষীরা সদর উপজেলার কামার বাউসা গ্রামের মুদি দোকানি ইব্রাহীম হোসেনের মেয়ে মুক্তামণি।

জন্মের দেড় বছর পর তার হাতে একটি ছোট মার্বেলের মতো গোটা দেখা দেয়। এর পর তা বাড়তে থাকে। আক্রান্ত ডান হাতটি কোলবালিশের মতো ফুলে ওঠে। একপর্যায়ে তাতে ইনফেকশন হয়।

এর পর ১১ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।