মুক্তিযুদ্ধবিরোধীরা যেন সরকারি চাকরি না পায় : প্রধানমন্ত্রী

আদালতের নির্দেশনা থাকার পরও শিক্ষক ও জ্ঞানীজনরা কীভাবে কোটা আন্দোলনকে সমর্থন দেন বলে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, যুদ্ধাপরাধী ও তাদের অনুসারীরা যেন আর রাষ্ট্রীয় ক্ষমতা বা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে না পারে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার জেলার ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা জিটুপি পদ্ধতিতে প্রদান কার্যক্রমের উদ্বোধন করে একথা বলেন তিনি।

এই পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের ভাতা সরাসরি মুক্তিযোদ্ধাদের ব্যাংক হিসাবে প্রদান করা হবে।