মুসলমানদের গোমূত্র পান করা উচিত : বাবা রামদেব

যোগগুরু বাবা রামদেব। ভারতের এই যোগগুরু নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এর আগে একাধিকবার আলোচনায় এসেছেন। তিনি বরাবরই গোমূত্রের উপকারিতা প্রচার করে থাকেন। এবার তিনি মুসলমানদেরকেও গোমূত্র পানের পরামর্শ দিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউ নেশন এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি এই বাবা টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, গোমূত্রকে কীভাবে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা ধর্মীয় গ্রন্থেও লেখা আছে। এজন্য মুসলমানদের গোমূত্র পান করা উচিত।

রামদেব আরও জানান, অনেকেই পতঞ্জলির বিরুদ্ধে কথা বলে থাকে। এমনকি পতঞ্জলিকে হিন্দু সংস্থা বলে থাকে।

রামদেব বলেন, ‘আমি কি কোনো সময় হামদর্দের বিরুদ্ধে কিছু বলেছি। হামদর্দ কোম্পানির ওপর আস্থা আছে বলেই আমি এর সমর্থন করি’।

পতঞ্জলিকে যদি কোনো ব্যক্তি হিন্দু প্রতিষ্ঠান বলে থাকে তাহলে তারা ঘৃণার দেওয়াল ছাড়া আর কিছুই তৈরি করছেন না বলে রামদেব জানিয়েছেন।

পতঞ্জলি ছেড়ে চলে যাওয়ার আগে তিনি পতঞ্জলিতে তার উত্তরসূরি হিসেবে প্রায় ৫০০ সাধুকে রেখে যাবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, সামাজিক মাধ্যমে রামদেবকে নিয়ে নানা রকম আলোচনা সারা বছর চলতেই থাকে। বিতর্কিত এই বাবা এর আগে পুত্র সন্তান লাভের গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি করেছেন। এ ছাড়াও এই বাবা এর আগে কুস্তি ও ফুটবল খেলতেও মাঠে নেমেছিলেন। তার নানা বক্তব্য ও কীর্তি ঘিরে আলোচনা-সমালোচনার শেষ নেই।