‘মুসলিমরা মুসলিমদের হত্যা করুক, তা চাই না’

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, মুসলিমরা মুসলিমদের হত্যা করুক এটা তার দেশ কখনোই চায় না।

কাতার সংকট প্রসঙ্গে বিবিসি’র হার্ডটক অনুষ্ঠানে প্রশ্নের উত্তরে এরদোগান একথা বলেন।

তিনি আরও বলেন, মুসলমানদের মধ্যে পারষ্পরিক সংঘাত দেখতে-দেখতে আমরা ক্লান্ত-বিরক্ত হয়ে পড়েছি।

অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে এরদোগান বলেন, ‘ইয়েমেনে যা হচ্ছে সেটা আমরা দেখতে চাই না, ফিলিস্তিন এবং লিবিয়াতে যা ঘটছে সেটাও আমরা দেখতে চাই না। সিরিয়াতে কী ঘটছে সেটা সবাই জানে। ইরাকে কী হচ্ছে সেটা সবার কাছে পরিষ্কার। এসব ঘটনার মূল্য দিতে হচ্ছে তুরস্ককে। আমরা এসব চাই না।’

এ অবস্থান থেকেই তুরস্ক কাতারের পাশে দাঁড়িয়েছে বলে দাবি করেন তুর্কি প্রেসিডেন্ট।

অনুষ্ঠানে এরদোগান আলোচনার মাধ্যমে কাতার ইস্যুর দ্রুত সমাধানের দাবি জানান।