মেয়রের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক ঘণ্টা বেশি কাজ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী এক ঘণ্টা বেশি কাজ করেছে।

রোববার সাড়ে পাঁচ ঘণ্টার বদলে সাড়ে ছয় ঘণ্টা কাজ করে এই পরিচ্ছন্নতাকর্মীরা।

ডিএনসিসির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানায়, নিয়ম অনুযায়ী পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিন ভোর সাড়ে ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাজ করে। তবে তাদের অভিভাবক প্রয়াত মেয়রের প্রতি সম্মান জানাতে আজ দুপুর ১২টা পর্যন্ত কাজ করেছে তারা।

এ ছাড়া আনিসুল হকের প্রতি সম্মান জানিয়ে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা তিনদিনের শোক পালন করছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বাসসকে জানান, আনিসুল হকের প্রতি সম্মান জানাতে ডিএসসিসির প্রধান কার্যালয় ও পাঁচটি আঞ্চলিক কার্যালয়ে অর্ধদিবস ছুটি পালন করা হয়।

অন্যদিকে আনিসুল হকের প্রতি সম্মান জানাতে আজ অর্ধদিবস ছুটি ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।