মোদির বিরুদ্ধে আঙুল তুললে কেটে ফেলা হবে, হুমকি বিজেপি নেতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কেউ আঙুল বা হাত তুললে তা ভেঙে দেয়া হবে এবং প্রয়োজনে কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিহার বিজেপির সভাপতি নিত্যানন্দ রায়। পাটনায় বৈশ্ব ও কানু সম্প্রদায় আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এ ধরনের মন্তব্য করেন তিনি।

নিত্যানন্দ রায় আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মকাণ্ড প্রত্যেকের কাছেই গর্বের বিষয় হওয়া উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এ তথ্য জানানো হয়েছে।

উজিয়ারপুর থেকে নির্বাচিত লোকসভার এই সদস্য মোদির নিরহংকার জীবন এবং তার প্রধানমন্ত্রী হয়ে ওঠার গল্পও অল্পবিস্তর আলোচনা করেন। নিত্যানন্দ বলেন, ‘প্রত্যেকের উচিত তাকে নিয়ে গর্ব করা এবং এজন্য তাকে সম্মান করা।’

নিত্যানন্দের ভাষায়, ‘উনকি অর উঠনে ওয়ালি অংলি কো, উঠনে ওয়ালি হাথ কো … হাম সব মিলকে … ইয়া তো টোড় দেইন, জারুরাত পাড়ি তো কাট দেইন।’

মোদির বিরুদ্ধমতকে দমিয়ে রাখা বা কণ্ঠরোধের ব্যাপারে করা মন্তব্য সম্পর্কে নিত্যানন্দের সঙ্গে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক। সেই প্রদিবেদককে নিত্যানন্দ জানান, ‘আঙুল কাটা বা হাত ভাঙা বিশেষণের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি, ভারতের সম্মান এবং নিরাপত্তার ব্যাপারে কেউ হুমকি হয়ে দাঁড়ালে তা দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে।’

তিনি অারও জানান, ‘প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক যাত্রার ব্যাপারে আলোচনার পর আমি দেশ বোঝাতে চেয়েছি।’ ওই অনুষ্ঠানে বিহারের বিজেপির অন্যান্য নেতাকর্মীর পাশাপাশি উপ-মন্ত্রী সুশীল মোদিও উপস্থিত ছিলেন।

সূত্র : দ্য ওয়্যার