মোদির শাসনে ভারতীয়দের দুঃখকষ্ট বেড়েছে

নরেন্দ্র মোদি ২০১৪ সালের নির্বাচনের সময় ‘আচ্ছে দিন’ আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। এর পর গত চার বছরে ভাগ্য পরিবর্তন দূরে থাক দুঃখকষ্ট বেড়েছে ভারতের জনসাধারণের।

জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে।

প্রতি বছর বিশ্বের শতাধিক দেশকে নিয়ে ‘সব থেকে সুখী দেশের তালিকা করে সংস্থাটি। এ বছর ১৫৬ দেশকে নিয়ে করা প্রতিবেদনে ভারতের জায়গা হয়েছে ১৩৩ নম্বরে, যা ২০১৭ সাল থেকে ১১ ধাপ নিচে।

এ প্রতিবেদন অনুযায়ী প্রতিবেশী দেশ পাকিস্তান ও শ্রীলংকার মানুষও ভারতবাসীর চেয়ে সুখী। ২০১৭ সালের চেয়ে পাঁচ ধাপ এগিয়ে সুখী দেশের তালিকায় পাকিস্তানের স্থান ৭৫ নম্বরে।

এ ছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটান বা চীনও ভারতের চেয়ে বেশি সুখী দেশ।

তবে বিজেপি সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছেন, আগের তুলনায় ভারতের জিডিপি বেড়েছে, রোজগার বেড়েছে ও কর্মসংস্থান বেড়েছে।

মানুষ আগেকার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমল থেকে এখন অনেক ভালো আছেন। সূত্র: আজকাল।