মোবাইল ব্যাংকিংয়ে দিনে লেনদেন ৯৯৪ কোটি টাকা

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৯৯৪ কোটি টাকা লেনদেন হয় বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রী জানান, মোবাইল ব্যাংকিংয়ের বর্তমান গ্রাহক প্রায় ৬ কোটি ৪০ লাখ। এর মধ্যে প্রায় ৩ কোটি ৬ লাখ গ্রাহক সক্রিয়ভাবে লেনদেন করছেন।

বৃহস্পতিবার সরকারি দলের সাংসদ সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

সরকারি দলের সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি পর্যায়ে কর্মরতদের জন্য একটি টেকসই সর্বজনীন পেনশন ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালু করার কাজ এ অর্থবছরেই শুরু হবে।

সরকারি দলের সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিগত ২০১৭-১৮ অর্থবছরে ১৪ হাজার ৬১২ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক সাহায্যের আশ্বাস পাওয়া যায়। এর মধ্যে ৬ হাজার ২৯০ দশমিক ৭৫ মিলিয়ন ডলার পাওয়া গেছে।

বিরোধী দল জাতীয় পার্টির সালমা ইসলামের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ৬৬৮ কোটি ৪২ লাখ ৭০ হাজার। এ ছাড়া আধা সরকারি, বেসরকারি খাতে বকেয়া বিল ৭৬৬ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকা। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।