মোস্তাফিজের তিন উইকেট, জিতল সাকিবরা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত রাতে মোস্তাফিজুর রহমানের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে এক উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। দুই ম্যাচ খেলে মুম্বাই ইন্ডিয়ান্সের এটি দ্বিতীয় হার। আর দুই ম্যাচ খেলে সানরাইজার্স হায়দ্রাবাদের এটি দ্বিতীয় জয়। বৃহস্পতিবারের ম্যাচে চার ওভার বল করে ২৪ রান দিয়ে তিনটি উইকেট শিকার করেন ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান।

হায়দ্রাবাদে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৪৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে এক উইকেট হাতে রেখে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের পক্ষে সাকিব আল হাসান করেন ১২ রান। ২৮ বল খেলে ৪৫ রান করেন শিখর ধাওয়ান। ২৫ বল খেলে ৩২ রান করে অপরাজিত থাকেন দীপক হুদা। মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে মোস্তাফিজুর রহমান তিনটি উইকেট নেন। মায়াঙ্ক মারকান্দে চার ওভার বল করে ২৩ রান দিয়ে নেন চারটি উইকেট। দুইটি উইকেট শিকার করেন জ্যাসপ্রীত বুমরাহ।

মোস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত প্রথম ওভারে ১০ রান দিয়ে নেন একটি উইকেট। দ্বিতীয় ওভারে দশ রান দিয়ে কোনো উইকেট পাননি। তৃতীয় ওভারে তিন রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি। চতুর্থ ওভারে এসে এক রান দিয়ে শিকার করেন দুইটি উইকেট।

এদিন প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। দলের পক্ষে ১৭ বল খেলে ২৯ রান করেন এভিন লিউইস। ২৮ রান করেন সূর্যকুমার যাদব। ২৮ রান করেন কাইরন পোলার্ড। সানরাইজার্স হায়দ্রাবাদের পক্ষে সাকিব আল হাসান ১টি, সন্দ্বীপ শর্মা ২টি, বিলি স্ট্যানলেক ২টি, রশীদ খান ১টি ও সিদ্ধার্থ্য কাউল ২টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সানরাইজার্স হায়দ্রাবাদের রশীদ খান।