মোহাম্মদ সফিউল হক-এর এক জোড়া একটি রুবাইয়াত

১. আমায় তুমি করলে বাহির আমার ঘরের দখল নিয়ে
দারোয়ানের কাজ করালে বন্ধু তুমি আমায় দিয়ে ;
এখন আমার দিন কাটেরে চৌকাঠেতে মাথা ঠুকে
তবুও রোজ স্বপ্ন দেখি তোমার প্রেমের শরাব পিয়ে।

২. এই যে দেখ নগ্ন চোখে পার করেছি ক্রান্তিকাল
মনুষ্যত্ব নেই এখানে মানবতা টালমাটাল ;
মানব গর্ভে জন্ম নেয়া মানুষ কেমনে পশু হয়
জানোয়ারের নখরেতে শুভ্র সমাজ আজ বেহাল।

৩. এই তল্লাটের তুমিই রাজা তুমিই নবাব
পুকুর চুরি করা দেখি তোমার স্বভাব ;
দোষী কেবল করিমুদ্দীন রহিমুদ্দীন
ক্ষুধায় কাতর যাদের আছে অসীম অভাব।