যত বড় জয়, তত বড় শঙ্কা আছে : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও সাবেক সাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘যত বড় জয়, তত বড় শঙ্কা আছে। বিপুল বিজয়ে আত্মতুষ্টি বা আত্মহারা হওয়ার কোনো কারণ নেই। ’৭৫-এর আগেও আমাদের অনেক বড় বিজয় এসেছিল। এ পরই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। এবারও বড় বিজয়ে বেশি খুশি হওয়ার কোনো কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

সোমবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইনস্টিটিউশনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা ও চলমান রাজনীতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ সভায় সংগঠনটির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক লীগ নেতা এম এ করিম, আলহাজ্জ আবু তৌহিদ প্রমুখ।

সৈয়দ আশরাফুল ইসলাম প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন আমার ছোট ভাইয়ের মতো। তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল পারিবারিক। ওয়ান-ইলেভেনে সৈয়দ আরশাফ সাহসী ভূমিকা পালন করেছেন। ওই দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করে তিনি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘এদেশে আর কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি ও মৌলবাদ মাথা তুলে দাঁড়াতে পারবে না। গত ৩০ ডিসেম্বরের নির্বাচন প্রমাণ করেছে যে প্রতিবারই এদেশের সরকার হবে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার।’

নাসিম বলেন, ‘মৌলবাদী চক্রান্তকারীরা তাদের চক্রান্ত এখনও অব্যাহত রেখেছে। চক্রান্তকারীদের চক্রান্ত সম্পর্কে আমাদের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে । আমরা বঙ্গবন্ধু কন্যার সঙ্গে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো। আমরা তাকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিয়ে রাখবো।’