যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।

রাতে আইএসপিআর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় তথ্য নিশ্চিত করে বলা হয়, দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম এবং স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ নিহত হয়েছেন।

ঘটনাস্থলে উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। আর ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যশোর বিমানবন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান জানিয়েছেন, রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে।

এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাঁওড়ের মধ্যে আছড়ে পড়ে। বিমানটিতে দু’জন পাইলট ছিলেন।