যুক্তরাজ্যের কনসার্টে হামলাকারীর নাম সালমান আবেদী

যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতী বোমা হামলাকারীর নাম প্রকাশ করেছে দেশটির পুলিশ। ২২ বছর বয়সী ওই যুবকের সালমান আবেদী।

যুক্তরাজ্যের পুলিশ কর্তৃপক্ষ বলছে সালমান আবেদী লিবীয় বংশোদ্ভূত পরিবারের সন্তান। তার জন্মও ম্যানচেস্টারে।

তবে এখন পর্যন্ত মরদেহের সুরতহাল প্রতিবেদন বিশ্লেষণ করে আবেদীকে শনাক্ত করতে না পারায় এ বিষয়ে পুলিশ বিস্তারিত আর কোন তথ্য দিবে না বলে বিবিসি জানিয়েছে।

দেশটির স্থানীয় সময় সোমবার রাতে ম্যানচেস্টারের অ্যারেনায় মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের কনসার্টে আত্মঘাতি বোমা হামলায় ২২ জন নিহত হয়। নিহতদের মধ্যে রয়েছে ১২ জন শিশু। যাদের বেশিরভাগের বয়স ১৬ বছরের নিচে। এতে আহত হয় আরো ৫৯ জন।

এরই মধ্যে ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে মধ্যপ্রাচ্যে ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস।

নিহতদের মধ্যে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তারা হলো: ৮ বছর বয়সী শিশু শাফিঈ রোজ, ১৮ বছর বয়সী কলেজ ছাত্রী জর্জিয়া ক্যালান্ডার এবং ২৮ বছরের জন অ্যাটকিনসন।