যুক্তরাষ্ট্রে প্রতিমাসে ৯টি মসজিদে হামলা

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে দেশটিতে প্রতিমাসে গড়ে নয়টি মসজিদে হামলার ঘটনা ঘটছে। জানুয়ারি থেকে জুলাই ২০১৭ পর্যন্ত বিভিন্ন হামলার পরিসংখ্যান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

খোদ যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাটিতে উঠে আসে দেশটির বিভিন্ন প্রদেশে এসব মসজিদে হামলার ঘটনা।

সিএনএন এর প্রতিবেদনটিতে ম্যাপ করে দেখিয়ে দেওয়া হয়েছে গত সাত মাসে কোথায় কোথায় হামলাগুলো হয়েছে। অন্তত ৬৩টি মসজিদে হামলা চালানো হয়। এতে দেখা যায়, প্রতি মাসে গড়ে নয়টি হামলা হচ্ছে এবং প্রতি সপ্তাহে কমপক্ষে দুটি হামলা হচ্ছে।

এর আগে ২০১৬ সালে একই সময়ের মধ্যে মোট ৪৬টি হামলার ঘটনা ঘটেছিল। স্পষ্টত চলতি বছরে হামলার সংখ্যা বেড়েছে।

মসজিদে কয়েকটি হামলার মধ্যে রয়েছে মিশিগানের একটি মসজিদে হামলা। ওই মসজিদটি পুড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়।
অ্যারিজোনার টাকসন এলাকায় মসজিদে ভাংচুর চালানো হয়েছে এবং সেখানে কুরআনের কপিগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে।

মিনোসোটার ব্লুমিংটনের ইসলামিক সেন্টার ও মসজিদে ঘরে বানানো বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তখন মুসল্লিরা ফজরের নামাজ পড়ছিল।