যেভাবে আগ্নেয়গিরির লাভার স্রোতে পুড়ল গাড়ি! (ভিডিও)

ভয়ঙ্কর রূপ নিয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউন্ট কিলাউয়া আগ্নেয়গিরি। নতুন করে সেখান থেকে লাভা নির্গত হচ্ছে যা আকাশে ৩০ মিটার (১০০ ফুট) পর্যন্ত ছড়িয়ে পড়ছে। এতে করে ওই এলাকার ঘরবাড়ি-রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ কারণে ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে অনেকেই তাদের মূল্যবান সামগ্রী নিতে পারেননি। তেমনই এক ভিডিওতে দেখা গেছে ফেলে যাওয়া গাড়ির ওপর এসে পড়েছে জ্বলন্ত লাভার স্রোত। এতে গাড়িটিতে এক পর্যায়ে আগুন জ্বলে যায় এবং ক্রমে তা ভস্মীভূত হয়ে পড়ে।

আগ্নেয়গিরির আশপাশের এলাকায় জরুরি পরিস্থিতি জারি করা হয়েছে। প্রায় দুই হাজার বাসিন্দাকে ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। শুধু লাভাই নয়, আগ্নেয়গিরির আশপাশের এলাকায় গত কয়েকদিন ধরেই কয়েক দফা শক্তিশালী ভূমিকম্পও হয়েছে। তার পরই লাভা উদগীরণ শুরু হয়।

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপটির জনবসতির খুব কাছেই শুরু হওয়া এই অগ্ন্যুৎপাতের কারণে বিপদাপন্ন এক হাজার ৭০০ অধিবাসীকে সেখান থেকে বাধ্যতামূলক সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।