যেসব চ্যানেলে দেখতে পাবেন ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো

৩০ মে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপ। তবে তার আগে আয়ারল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ মে থেকে শুরু হয়ে ১৭ মে পর্যন্ত চলবে এই সিরিজ।

জানা গেছে, বাংলাদেশ-আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই সিরিজটি সম্প্রচার করবে গাজী টিলিভিশন ও গাজী টিভি। এছাড়া অনলাইনে সরাসরি সম্প্রচার করবে র‍্যাবিটহোল। আর ইউটিউবে লাইভ দেখা যাবে র‍্যাবিটহোলের অফিসিয়াল চ্যানেলে।

আরো যেসব চ্যানেল টুর্নামেন্টটি সম্প্রচার করবে :

বিটি স্পোর্টস— যুক্তরাজ্য।

ফক্স স্পোর্টস ও সেভেন নেওয়ার্ক— অস্ট্রেলিয়া।

সুপার স্পোর্টস দক্ষিণ আফ্রিকা।

এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক ও সিবিএন— কানাডা।

উইলো টিভি— যুক্তরাষ্ট্র।

ইএসপিএন ক্যারিবিয়ান— ওয়েস্ট ইন্ডিজ।

ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি— মধ্যপ্রাচ্য।

টেন স্পোর্টস— পাকিস্তান।

১ মে আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বেন মাশরাফি-সাকিবরা। নিজেদের প্রথম ম্যাচ ৭ মে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবেন তারা।

পূর্ণাঙ্গ সূচি

৫ মে: আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, ক্লোনটার্ফ

৭ মে: ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ, ক্লোনটার্ফ

৯ মে: আয়ারল্যান্ড-বাংলাদেশ, মালাহাইড

১১ মে- আয়ারল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, মালাহাইড

১৩ মে- ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ, মালাহাইড

১৫ মে- আয়ারল্যান্ড-বাংলাদেশ, ক্লোনটার্ফ

১৭ মে- ফাইনাল, মালাহাইড