যে কোনো মুহূর্তে সিরয়ায় নতুন সামরিক অভিযান : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, উত্তর সিরিয়ায় যে কোনো সময় সামরিক অভিযান চালাতে পারে তুরস্ক। এরদোগান বলেন, আঙ্কারার পরিকল্পনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিবাচক সাড়া দিয়েছেন।

উত্তর সিরিয়ায় ফোরাত নদী পূর্ব দিকে মার্কিন-সমর্থিত সিরিয়ান কুর্দি জনগণের সুরক্ষা ইউনিটের (ওয়াইপিজি) বিরুদ্ধে তুরস্কের সেনাবাহিনী সীমান্ত অভিযান শুরু করবে। এমন ঘোষণার কয়েক দিন পর সোমবার এরদোগান এমন মন্তব্য করেন।

ওয়াইপিজি একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে আঙ্কারায় বিবেচিত হয়। মার্কিন সেনারা ফোরাত নদীর পূর্ব পাশে অবস্থান করছে।

শুক্রবার প্রেসিডেন্ট এরদোগান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে আলাপকালে তুরস্ক সেনাবাহিনীর সিরিয়ায় নতুন সামরিক অভিযান নিয়ে কার্যকর সমন্বয় হয়েছে বলে জানান।