যে পরিচয়ে হোয়াইট হাউসে যান প্রিয়া সাহা

ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নালিশ একেবারেই তার নিজস্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রানা দাশগুপ্ত। সংগঠন থেকে তিনজন প্রতিনিধি পাঠানো হয়েছে যেখানে তার নাম নেই।

কিন্তু ওই সম্মেলনে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের একজন জেনারেল সেক্রেটারি পরিচয়েই গিয়েছেন প্রিয়া সাহা।

মার্কিন গণতন্ত্র, রাজনৈতিক ও মানবাধিকার বিষয়ক সংগঠন ফ্রিডম হাউস ২৭ প্রতিনিধির তালিকা তুলে ধরেছেন। তালিকার ১৮ নম্বরে প্রিয়া বিশ্বাস সাহার নাম রয়েছে।

রানা দাশগুপ্ত বলেন, তার সংগঠন থেকে তিনজন প্রতিনিধিকে ওয়াশিংটনের ওই সম্মেলনে পাঠানো হয়েছিল। তারা হলেন, পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অশোক বড়ুয়া ও নির্মল রোজারিও এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী

তিনি বলেন, এর বাইরে আমাদের কোনো প্রতিনিধি ছিলেন না। প্রিয়া সাহা আমাদের সংগঠনের ১১ জন সাংগঠনিক সম্পাদকের একজন। তবে তিনি ওই প্রতিনিধি দলে সদস্য ছিলেন না।

রানা দাশগুপ্ত বলেন, প্রিয়া যে যুক্তরাষ্ট্রে গেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, তা তিনি জেনেছেন শুক্রবার গণমাধ্যম থেকে।

এদিকে প্রিয়া সাহার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। তার অভিযোগ নাকচ করে দিয়ে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

ফেসবুকে ওই অনুষ্ঠানের ভিডিও আসার পর প্রিয়ার বক্তব্য নিয়ে শুরু হয় আলোচনার ঝড়। অনেকে তার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ আনেন।

ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনের সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের ২৭ প্রতিনিধির সঙ্গে গত বুধবার হোয়াইট হাউসে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ওই অভিযোগ করেন প্রিয়া সাহা।

যুক্তরাষ্ট্রের আয়োজনে দ্বিতীয়বারের মত আয়োজিত ধর্মীয় স্বাধীনতায় অগ্রগতি শীর্ষক তিন দিনের ওই সম্মেলনের সমাপনীতে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনও বক্তব্য দেন।

তার আগে বুধবার বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যান।

শান্তিতে নোবেল বিজয়ী ইয়াজিদি নারী নাদিয়া মুরাদসহ ওই প্রতিনিধি দলের অনেকেই নিজের দেশে সাম্প্রদায়িক নিপীড়নের শিকার হয়েছেন। নিজেদের অভিজ্ঞতার কথা তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেন।

প্রিয়া সাহার বক্তব্য ছিল, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ হয়েছেন।

ট্রাম্পকে অনুরোধ করে তিনি বলেন, প্লিজ আমাদের সাহায্য করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই। এখনও সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু মানুষ আছে। আমার অনুরোধ, আমাদের সাহায্য করুন। আমরা দেশ ছাড়তে চাই না

তিনি বলেন, তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমার জমি কেড়ে নিয়েছে। কিন্তু বিচার হয়নি।

তখন প্রেসিডেন্ট ট্রাম্প জানতে চান- কারা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, জমি কেড়ে নিয়েছে। জবাবে প্রিয়া বলেন, তারা মুসলিম মৌলবাদী, তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে।

তালিকাটি নিম্নে দেওয়া হলো :

1. Farid Ahmed, a Muslim from New Zealand who survived the March 2019 Christchurch mosque shooting. His wife was killed.

2. Reverend Mario Félix Lleonart Barroso, who was arrested for his Christian faith in Cuba and ultimately forced to flee.

3. Helen Berhane, a Christian gospel singer from Eritrea held in a shipping container for nearly three years because of her faith.

4. Ms. Bet-Tamraz, a Christian from Iran whose father, mother, and brother were arrested for practicing their faith and are awaiting trial in Iran.

5. Esther Bitrus, a Christian from Nigeria held captive by Boko Haram for over three years.

6. Andrew Brunson, an American Christian pastor who was jailed on false charges in Turkey for nearly two years.

7. Meriam Ibrahim, who was jailed in Sudan while pregnant, arrested for apostasy and adultery for marrying a Christian mand, and sentenced to death for refusing to renounce her Christian faith.

8. Luong Xuan Duong, a practitioner of Cao Dai from Vietnam imprisoned for more than two years.

9. Badreldin Yousif Elsimat, a Muslim from Sudan who advocates separation of mosque and state. He was arrested and forced to watch several of his followers being tortured.

10. Pastor A Ga, Vietnamese pastor who was jailed and tortured for his faith.

11. Rabbi Faiz Grady, forced to flee Yemen for speaking out after the 2008 murder of Rabbi Moshe Nahari.

12. Farahnaz Ikhitari, a Hazara Shia Muslim from Afghanistan who survived an ISIS bombing that killed her fiancé, brother, and future brother-in-law.

13. Jewher Ilham, daughter of Uyghur scholar Ilham Tohti, a 2019 Nobel Peace Prize nominee and recipient of Freedom House’s Freedom Award.

14. Ill Yong Ju, a Christian from North Korea who escaped with his family when he was 12.

15. Nyima Lhamo, a Tibetan Buddhist human rights activist forced to flee her homeland, leaving behind her mother and daughter. Nyima is the niece of Tibetan lama Tenzin Delek Rinpoche, who died mysteriously in a Chinese prison in 2015.

16. Nadia Murad, a Nobel prize-winning Yazidi human rights activist who survived ISIS captivity.

17. Manping Ouyang, a Chinese Christian whose husband, Pastor Su Tianfu, has been under administrative detention in China since 2015.

18. Priya Biswas Saha, a Hindu from Bangladesh who serves as General Secretary of Bangladesh Hindu-Buddhist-Christian Unity Council.

19. Reverend Samson, a Christian from the Kachin people group, a persecuted ethnic and religious minority in Myanmar.

20. Abdul Shakoor, from the Ahmadiyya Muslim community in Pakistan, charged with blasphemy and terrorism and imprisoned for five years.

21. Shaan Taseer from Pakistan, who was charged with hate speech for saying, “Merry Christmas.” His father, a politician, was assassinated for criticizing Pakistan’s blasphemy laws.

22. Mr. Ullah, a member of the Rohingya Muslim group in Myanmar.

23. Irene Weiss, a Holocaust survivor from Germany.

24. Yuhua Zhang, a Falun Gong practitioner and torture survivor whose husband remains in jail.