যে বলিউড অভিনেত্রীরা স্বামীদের চেয়েও বেশি ধনী

স্টিরিওটাইপটা নারীরা ভেঙেছেন অনেক দিনই। পুরুষ মানেই বেশি রোজগার করবে, আর নারী মানেই পিছিয়ে থাকবে, এখন আর এমনটা মোটেই নয়। বহু বলিউড অভিনেত্রীর পারিশ্রমিক এবং মোট সম্পত্তি তাদের স্বামীদের তুলনায় বেশি। দেখে নেওয়া যাক, সেই তালিকায় কারা রয়েছেন।

ঐশ্বরিয়া রাই-অভিষেক বচ্চন: আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বলিউড অভিনেত্রীদের মধ্যে সবেচেয় বেশি পারিশ্রমিক যারা পান, ঐশ্বরিয়া তাদের অন্যতম। বিভিন্ন ব্র্যান্ডের অ্যাম্বাসেডর ঐশ্বরিয়া। পেয়েছেন দেশ-বিদেশের একাধিক সম্মান। ঐশ্বরিয়ার মোট সম্পত্তির পরিমাণ কিন্তু স্বামী অভিষেক বচ্চনের চেয়ে বেশি। বার্ষিক আয়ের ক্ষেত্রেও এগিয়ে অ্যাশই।

অভিষেক বচ্চনের সিনেমায় সাফল্য হাতে গোনা। যদিও তিনি বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর। প্রো-কবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থারের মালিক তিনি। সব মেলালেও ব্যক্তিগত সম্পত্তির ভিত্তিতে ঐশ্বরিয়া (২৫৩ কোটি) অনেকটাই এগিয়ে অভিষেকের (২০৬ কোটি) চেয়ে।

কারিনা কাপুর: কারিনা কাপুরের সঙ্গে তার স্বামী নবাব সাইফ আলি খানের পারিশ্রমিকের ফারাক রয়েছে। বার্ষিক আয়েও খানিকটা এগিয়ে কারিনা। বক্স অফিসে বহু দিন সাফল্যের মুখ দেখেননি সাইফ। কারিনার সম্পত্তির পরিমাণ প্রায় ৪৩২ কোটি, সাইফের ক্ষেত্রে তা ২৮২ কোটি।

অন্য দিকে কারিনা কিন্তু বক্স অফিসে বেশ হিট। শেষ ছবি ‘ভিরে ডি ওয়েডিং’-ও বেশ সফল। এছাড়াও সিংহম রিটার্নস, কি অ্যান্ড কা, বজরঙ্গি ভাইজানও বক্স অফিস মাত করেছিল। তবে সাইফের পৈতৃক সম্পত্তি ধরলে তা কারিনার চেয়ে খানিকটা বেশি।

মালাইকা অরোরা ও আরবাজ খানের দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটেছে ঠিকই। তবে দু’ দশকেরও কাছাকাছি সময় তারা এক সঙ্গে ঘর করেছেন। সেই সময় থেকেই ‘ছাইয়া ছাইয়া’ গার্লের পারিশ্রমিক কিন্তু আরবাজের তুলনায় অনেকটাই বেশি।

মালাইকার সম্পত্তির পরিমাণ ৭১ কোটি টাকা। আরবাজেরও কাছাকাছি। তবে সাফল্যের দিকে থেকে মালাইকাকেই হাজার গুণ এগিয়ে রেখেছেন সমালোচকরা।

বিপাশা বসু সাত পাকে বাঁধা পড়েছেন করণ সিং গ্রোভারের সঙ্গে। ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ করণ, কিন্তু বিপাশার জনপ্রিয়তার ধারেকাছেও নেই তিনি।

বিপাশার সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার উপরে, আর করণের সম্পত্তির পরিমাণ ১৩ কোটি টাকার কাছাকাছি। এ নিয়ে দু’জনের মনোমালিন্যের গুঞ্জনও রয়েছে বি টাউনে।

হেমা মালিনী ও ধর্মেন্দ্র দু’জনেই তাদের সময়ে অসম্ভব জনপ্রিয় ছিলেন। হেমার জনপ্রিয়তা খানিকটা হলেও ধর্মেন্দ্র চেয়ে বেশি ছিল। ক্যারিয়ারের শেষের দিকে হেমার পারিশ্রমিকও ছিল খানিকটা বেশি।

বর্তমানে আয়ের ভিত্তিতে সম্পত্তির পরিমাণ ধরলে হেমাই খানিকটা এগিয়ে থাকবেন। বেশ কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডরও তিনি।

রণবীর আর দীপিকা গাঁটছড়া বেঁধেছেন সম্প্রতি। দু’জনেই বক্স অফিসে একে অপরকে টেক্কা দিচ্ছেন বলা যেতে পারে। কিন্তু বার্ষিক আয় বা পারিশ্রমিক বা মোট সম্পত্তির ভিত্তিতে কে এগিয়ে?

দীপিকার মোট সম্পত্তির পরিমাণ রণবীর সিংয়ের তুলনায় সাত কোটি বেশি।