রঙিন আলো || রুপা আক্তার

রঙিন আলো
রুপা আক্তার


গ্রীষ্মের দাবদাহের অসহ্য
জ্বালাময় প্রখর-রৌদ্রে
আকস্মিক এক ঝড় এসে জীবনটা
করে দিল এলোমেলো।
গ্রীষ্মের অপরাহ্নে কালবৈশাখী এসে
প্রবল আকার ধারণ করল,
বর্ষার শ্যামল সুন্দর রাজকীয় সমারোহে
ঝড় নিয়ন্ত্রণে এলো।
বর্ষার বিদায় লগ্নে ঝড়
পুরোভাবে থেকে গেল
ঐ দিনই জীবনটা এক রঙিন
আলোয় আলোকিত হলো।
অজানার পথে পাড়ি দিলাম
তোমার হাতটি ধরে
বিধাতাই ভালো জানে এ বাঁধন
যাবে নাকি কখনও ছিঁড়ে,
আমার আস্থা তুমি কখনও
যাবে না আমায় ছেড়ে।
বিধাতা যেন আমার উপর
তোমার এমন আস্থা রাখে
এই আশা চূর্ণ করে যদি ভাবে
সাজাবে অন্য কারোকে নিয়ে ঘর
বিধাতাই ভালো জানে সুখ হবে কার
সুখি যদি হও তুমি কষ্ট দিয়ে আমায়
দুঃখ, কষ্ট ব্যথা সহ্য করব আমি
করবে না মহান বিধাতা
বিশ্বাসকে তুমি করো না চূর্ণ
জীবনকে রাখো রঙিন আলোর মতই
সুখি করো তুমি তোমার ভালোবাসা দিয়ে
আমার এ জীবনটাকে।