রমজানে বিশেষ রাজধানীতে ২২ টন পচা খেজুর জব্দ

রমজানে বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীর কামরাঙ্গীরচরের বেশ কয়েকটি খাদ্য পণ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (০৭ মে) বেলা ১২টায় শুরু হয় এই অভিযান। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, রোজা কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নোংরা পরিবেশে নিম্নমানের বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে নামিদামি কোম্পানির নাম ব্যবহার করে। পুরো মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এদিকে রাজধানীর বাদামতলী এলাকায় বিভিন্ন খেজুরের গুদামে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ২২ টন পচা খেজুর জব্দ করা হয়।